বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে নববধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শশুর ও শাশুড়ির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেবী গ্রামের বাহারুলের স্ত্রী আফসানার ঝুলন্ত লাশ তার ঘর থেকে উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
জানা গেছে, ১৫ দিন আগে দেবী গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ বাহারুল ও শুলটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে আফসানা খানমের বিয়ে সম্পন্ন হয়। হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই মৃত্যু হলো নববধু আফসানার। মৃত আফসানার পরিবারের দাবী তাদের মেয়ে আফসানার মৃত্যু সাভাবিক বা আতহত্যা নয়, তাকে তার স্বামী শশুর ও শাশুড়ি মিলে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার বাশের সাথে ঝুলিয়ে রেখেছে।
স্থানীয়রা জানান, বিয়ের এই ১৫ দিনে আফসানার সাথে তার স্বামী শাশুড়ী খুব খারাপ আচারন ও যৌতুকের চাপ সৃষ্টি করতো। বিয়ের সময় আফসানার পরিবার থেকে ছেলের পরিবার ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলো।
আফসানার বোন বলেন, যৌতুকের টাকার জন্য আমার বোনের জীবন দিতে হলো আমি ওদের ফাঁসি চাই।
এসময়, মৃত আফসানার পরিবারের স্বজনরা দেবী গ্রামে আসলে এবং তাদের মেয়ের হত্যার বিচারের দাবী করলে ঐ গ্রামের লোকজন তাদের উপর চড়াও হয় এবং সেখানে ধস্তা দোস্তি হয় ।
এঘটনায় পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।
এবিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে মেডিকেল রিপোর্ট আসার পর হত্যা নাকি আত্মহত্যা সেটা জানা যাবে।